ঢাকা | বঙ্গাব্দ

"পুলিশই জনতা,জনতাই পুলিশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

"পুলিশই জনতা,জনতাই পুলিশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলায়,সাধারণ মানুষকে জন-সচেতন করতে বাংলাদেশ পুলিশের "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকালে মিঠাপুকুর থানার
  • আপলোড তারিখঃ 14-07-2024 ইং
"পুলিশই জনতা,জনতাই পুলিশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ছবির ক্যাপশন: "পুলিশই জনতা,জনতাই পুলিশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ মানিক মিয়াঁ,ভ্রাম্যমান করেসপন্ডেন্ট।


"পুলিশই জনতা,জনতাই পুলিশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলায়,সাধারণ মানুষকে জন-সচেতন করতে বাংলাদেশ পুলিশের "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকালে মিঠাপুকুর থানার ২য় তলায়,থানা পুলিশ "ওপেন হাউজ ডে" অনুষ্ঠানের আয়োজনে করেন।মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক(ওসি) জনাব ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে প্রধান আলোচক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার শাহজাহান,পিপিএম।


এছাড়াও ওপেন হাউজ ডেতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি-সার্কেল(মিঠাপুকুর ও পীরগঞ্জ) সহকারী পুলিশ সুপার জনাব,হাসান মাহমুদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান,কামরুজ্জামান কামরু,ভাইস চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত,দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার ও কমিউনিটি পুলিশের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী সহ প্রমূখ।


এসময় রংপুর পুলিশ সুপার বলেন,আপনারা আপনাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখেন যাতে তারা মাদকাসক্ত সহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডের আক্রান্ত না হয়।আইনী সেবায় থানাসহ জেলা পুলিশের দরজা সর্বদায় সবার জন্য উন্মুক্ত।এসময় তিনি সকল অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করেন মোটরসাইকেল না কিনে দেওয়ার জন্য। কারণ যার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করার যোগ্যতা নেই, তাদের মোটরসাইকেল কিনে দেওয়ার কারনে ২০ কিলোমিটার দূরে গিয়ে মাদক সেবন করেন এবং মৃত্যুর কারণ হয়েও দাঁড়ায়।


"ওপেন হাউজ ডে" তে মিঠাপুকুর থানার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ জনগণ নানাবিধ আইন শৃঙ্খলা বিষয়ে,সরাসরি রংপুরের পুলিশ সুপারকে প্রশ্ন করেন।তিনি নির্দ্বিধায় অবলীলায় জনগণের প্রশ্নের উত্তর দেন।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ